![]() |
| ভালবাসার কষ্টের গল্প |
সুখ নামের ছোট্র নৌকায়
আমি দুঃখের মাঝি,
আমার কষ্ট ভাগ করতে কেউ হয়নি রাজী।
এই জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা,
তাই শান্ত নদীর মাঝে আমি চলছি একা একা।
দুঃখ আছে মনে মনে,
কইবো আমি কার শনে?
শুনার মতো মানুষ নাই,
নিজের কষ্ট নিজেই পাই,
যখন পাবো তার দেখা,
বলবো আমার সব কথা।
দুঃখ নামের স্টেশনে থামলো জীবন গাড়ী,
আজো খুজে পেলামনা কোথায় সুখের বাড়ি।
বিধাতার কলমে বুঝি ছিলোনা কালি,
তাইতো সুখ নামের জায়গাটা পড়ে আছে আজো খালি!
এই জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা,
তাই শান্ত নদীর মাঝে আমি চলছি একা একা।
দুঃখ আছে মনে মনে,
কইবো আমি কার শনে?
শুনার মতো মানুষ নাই,
নিজের কষ্ট নিজেই পাই,
যখন পাবো তার দেখা,
বলবো আমার সব কথা।
দুঃখ নামের স্টেশনে থামলো জীবন গাড়ী,
আজো খুজে পেলামনা কোথায় সুখের বাড়ি।
বিধাতার কলমে বুঝি ছিলোনা কালি,
তাইতো সুখ নামের জায়গাটা পড়ে আছে আজো খালি!
MUHIBBULLAH MASRUR
লেখাটি ভাল লাগলে অবশ্যই কমেন্ট করে যানাবেন
HOME
No comments:
Post a Comment